Space Textiles

টেক্সটাইল বলতে সাধারণত তো গার্মেন্টস ,কাপড়-চোপড় তাইনা?
আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি তাঁরা প্রায় সবাই-ই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি,হচ্ছি।
আসলে টেক্সটাইল জিনিসটাকে কখনও একটি সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে গন্ডিবদ্ধ করা যায় না ;এটি একটি কন্সেপ্ট।তাই এর প্রায়োগিক দিকও সুদূরপ্রসারী । গার্মেন্টস ছাড়াও টেকনিক্যাল টেক্সটাইলের রয়েছে হোম টেক্সটাইলস ,স্পেস টেক্সটাইলস , কন্সট্রাকশন – বিল্ডিং এন্ড রুফটপিং , মেডিক্যাল টেক্সটাইলস ,জিওটেক্সটাইলসসহ বেশ কিছু গুরুত্বপূর্ন সেক্টর।

উপরোক্ত টেক্সটাইল বেইসড সেক্টরগুলোর মধ্যে খুবই আকর্ষনীয় একটি টপিক স্পেস টেক্সটাইলস।
আজকে স্পেস টেক্সটাইলস নিয়ে আলোচনা করা যাক-
মহাকাশের টেক্সটাইল বা স্পেস টেক্সটাইল বলতে মূলত প্রযুক্তিগত টেক্সটাইল।
মানুষের মহাকাশযাত্রার প্রারম্ভ থেকে US SPACE PROGRAM নভোচারীদের পোশাক নিয়ে ব্যাপক ঝামেলায় পড়ে ।
প্রথমেই উঠে আসে মহাকাশযানের অভ্যন্তরে থাকাকালীন সময়ে পোশাকের বৈশিষ্ট্য নিয়ে ,তারপর উঠে আসে মহাকাশযানের বাইরে পোশাকের বৈচিত্র্যতা নিয়ে। মহাকাশ জয়ের এই কালজয়ী অভিযানে বারংবার প্রমাণ পেয়েছেন যে প্রত্যেক গ্রহেরই আবহাওয়া এবং জলবায়ুগত আনুষঙ্গিক অবস্থা ভিন্ন ।
তাই প্রতিটি গ্রহের জন্য আলাদা আলাদা পোষাক ব্যবস্থা বাস্তবায়িত করতে হবে। যেমন বুধ গ্রহ সূর্য খুব কাছাকাছি স্থানে অবস্থিত;তাই এই গ্রহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি । আর তাপ বেশি হওয়ায় চাপও স্বাভাবিকের চেয়ে একটু বেশি ।
তাই বুধের জন্য এরেঞ্জ করা পোশাক ব্যবস্থায় অবশ্যই অনেক বেশি চাপ সহ্য করার ক্ষমতা এবং তাপ সহনশীলতা অন্তর্ভূক্ত করতে হবে ।
অন্যদিকে সুর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনের জন্য একই বৈশিষ্ট্যের পোশাক দিয়ে নিশ্চয় তেমন কোনো উপকার পাওয়া যাবে না ।

নভোচারীরা মহাশূন্যে ভ্রমণের সময় প্রায়শই কমপ্লেক্স ইনভাইরনমেন্ট এর সম্মুখীন হয় যেখানে মহাজাগতিক প্রভাব ছাড়াও রেডিয়েশনের মতো ক্ষতিকর প্রভাবও থাকে। তাই সফল এবং একমাত্র অবলম্বন স্পেস স্যুট ।

স্পেস স্যুটঃ এটি একটি কমপ্লেক্স সিস্টেম যা নভোচারীদের আউটার স্পেসের খারাপ পরিবেশেও আরামবোধ তথা কমফোর্ট দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা পোশাক।

সচরাচর স্পেস টেক্সটাইল দ্বারা নির্মিত পোশাকে যে বৈশিষ্ট্য থাকে –
১. ওজনে হালকা
২. নমনীয়তা
৩. ধাতুর মতো মজবুত
৪. আকার এবং আকৃতিতে সহজে পরিবর্তনযোগ্য
৫. তাপ নিরোধক এবং তাপ প্রতিরোধী

দৃঢ়তার দিক থেকে বৈশিষ্ট্য-
১. UV স্থিতিশীলতা
২. ঘর্ষ্ণের প্রতি স্থিতিশীলতা

এরোস্পেস টেক্সটাইল হচ্ছে স্পেস টেক্সটাইলের একটি বিশেষ শাখা ।
এরা মূলত বিশেষ বিশেষ টাইপের স্পেস শ্যুট বানানর জন্য বিখ্যাত ।এরোস্পেস নির্মিত স্পেসশুট্যে যেসব বৈশিষ্টয় থাকে তা হলোঃ
১. উচ্চ মানের নির্দিষ্ট মডুলাস
২. উচ্চ মানের নির্দিষ্ট শক্তি
৩. আদর্শ মানের স্থিতিস্থাপকতা
৪. কম দাহ্যতা
৫. অপেক্ষাকৃত অধিক মাত্রিক স্থিতিশীলতা

নাসাসহ আন্তজার্তিক পর্যায়ের সকল মহাকাশ গবেষণাকেন্দ্রসমূহ প্রতিনিয়ত অসংখ্যা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করেছেন ,করছেন স্পেস শ্যুট ,ন্যানো ফাইবার ,কার্বন শিল্ড ফাইবার তৈরি এবং ক্রমাগত গবেষণার জন্য।
Aerospace Textile এর ক্ষেত্রে হরেক রকমের কম্পোনেন্টস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

কার্বন ফাইবারঃ এই ফাইবার প্রায় শতভাগ কার্বন দ্বারা নির্মিত । এটি তার টেনসাইল স্ট্রেন্থ এর জন্য সমধিক পরিচিত । ০.০০০০২-০.০০০৪ মিটার ব্যাসের এই ফাইবারটি ক্রুড অয়েলের ক্র্যাকিং প্রক্রিয়ায় তৈরি করা হয় ।এই ফাইবারটিকে কেউ কেউ গ্রাফাইট নামেও চিনে।

বৈশিষ্ট্যঃ
১.হাই স্ট্রেন্থ
২. তাপ প্রতিরোধক
৩.ক্যামিকেল ইফেক্ট প্রতিরোধক

ব্যবহারঃ
১.তাপ প্রতিরোধী উপকরণ হিসেবে ব্যবহার করা হয়।
২.স্পেস রকেটের জন্য বিশেষ উপদান তৈরিতে ব্যবহার করা হয়।
৩.স্পেসশ্যুট ডিজাইনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।

Kevlar narrow Fabrics: এটি একটি তাপ প্রতিরোধী সিনথেটিক ফাইবার ।মূলতঃ কতিপয় জৈব যৌগের উপস্থিতি এবং ফেব্রিক ইন্টেগ্রিটিই তাপ প্রতিরোধে সহায়ক। সচরাচর পোশাকের কার্যক্ষমতা এবং দৃঢ়তা ধরে রাখা এরস্পেস টেক্সটাইলের জন্য একটি কঠিন কাজ ;আর এক্ষেত্রে সমাধান হিসেবে পরিচিতি লাভ করেছে Kevlar narrow Fabrics ।
ব্যবহারঃ
সাধারণত বিমানের ছোটো খাটো অংশ মেরামতের কাজে ব্যবহার করা হয় ।

সিলিকন কার্বাইড ফাইবারঃ এটি কার্বন ফাইবারের বিকল্প হিসেবে Aerospace Textile এ ব্যবহৃত হয় ।এই ফাইবারের tensile strenth 400 kg/mm2 . মূলতঃ অধিক তাপ সহনশীলতা এই ফাইবারটিকে সুপরিচিত করেছে ।এটি প্রায় ১৫০০° সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে ।

Nylon fibre: এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন ডেকেন দিয়ে তৈরি নাইলন ৬,৬ । তাপ প্রতিরোধক এবং ঘর্ষণ প্রতিরোধক হিসেবে স্পেস টেক্সটাইলে এর ব্যাপক ব্যবহার রয়েছে।

স্পেস টেক্সটাইল নিয়ে কাজ করছে এমন কয়েকটি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি হলোঃ
১.Airbus
২.Boeing, USA
৩.Lockhead Mastin, USA
৪.United technologist, USA
৫.Raytheon,USA

স্পেস এবং স্পেস টেক্সটাইলের প্রগতি মূলতঃ বর্তমান টেক্সটাইলের জন্যই আশীবার্দ এবং সমৃদ্ধির বার্তাবাহক । বর্তমানের স্পেস টেক্সটাইলের নেওয়া প্রত্যেকটা নতুন পদক্ষেপ টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য নতুন সম্ভবনার দুয়ার উন্মোচন করছে।
বর্তমানে এই ধরনের টেক্সটাইলই ;টেক্সটাইলের প্রথাগত গন্ডিকে অতিক্রম করে টেক্সটাইলের জয়গাঁথা চারিদিকে ছড়িয়ে দিয়েছে এবং টেক্সটাইলের কন্সেপ্ট বদলে দিয়েছে ।


REFERENCES:
১. advance_textile_source.com
২. indiaantextilejournal.com
৩. textileengineers.org
৪. technicaltextile.com
৫. home.quicknet.nl/


মিলন বণিক
ডিপার্টমেন্ট অব এ্যাপারেল ইন্জিনিয়ারিং, ৪৫তম ব্যাচ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

No comments

Powered by Blogger.