Lease A Jeans
MUD JEANS! এটি নেদারল্যান্ডের একটি ডেনিম কোম্পানি।
এই কোম্পানি টি সার্কুলার ইকোনমিতে (Circular Economy) বিশ্বাসী।
তারা সাসটেইনএভল বিজনেস ( sustainable business) চর্চা করে ।এদের জিন্সগুলো ৪০% রিসাইকেল কন্টেন্ট থেকে বানানো হয়।
২০১৩ কোম্পানি টি 'Lease A Jeans' কনসেপ্ট চালু করে।
আপনাকে ওদের থেকে কোন জিন্স লিজ করতে হলে সর্বপ্রথম ওদের সদস্য হতে হবে। তাদের ওয়ান টাইম সদস্য ফ্রি ২৯ ইউরো(উইকিপিডিয়াতো যদিও ২০ ইউরো লিখা, কিন্তু ওদের ওয়েবসাইটে ২৯ ইউরো সঠিক তথ্যটা দেওয়া আছে।)। যা দিয়ে আপনি একসাথে তিন জোড়া জিন্স লিজ নিতে পারবেন এবং প্রতিটি জোড়া জিন্সের জন্য প্রতিমাসে ৭•৫০ ইউরো করে একবছর দিতে হবে।
তবে আসল মজাটা শুরু হয় ১১ মাস অতিক্রম করার পর। তখন আপনাকে MUD jeans তিনটা অপশন দিবে-
১। আপনি পুরাতন জোড়া জিন্স ফেরত দিয়ে নতুন একজোড়া জিন্স নিয়ে আসতে পারবেন। আর আপনাকে এর জন্য আগের মতই প্রতিমাসে ৭•৫০ ইউরো খরচ করতে হবে। আর আপনার পুরনো জিন্সটির অবস্থার উপর নির্ভর করে সেটি রিসাইকেল করা হবে(স্পেনের ফ্যাক্টরিতে করা হয়।) অথবা ভিন্টেজ হিসেবে বিক্রি করা হবে(নেদারল্যান্ডেই করা হয়)।
২। আপনি নতুন জোড়া না নিয়ে বিনা শর্তে পুরনো জিন্সটি ফেরত দিতে পারবেন।
৩। ১২ মাস পেমেন্ট করার আপনি জিন্সটির পরিপূর্ণ মালিক হয়ে যাবেন। ইচ্ছে করলেই আপনি এটি রেখে দিতে পারবেন।
আর আপনি ফ্রিতে সবসময় রিপেয়ার সার্ভিস (repair service) পাবেন।
যদিও আপাতত নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়ামে এই সুযোগ টা প্রযোজ্য।
Sajjadul Islam
Department of Apparel Engineering, 42nd Batch
Bangladesh University of Textiles (BUTEX).


No comments