জিও টেক্সটাইল (Geo-Textiles)

বন্যার কারনে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু আপনি কখনো ভেবে দেখছেন এর স্থায়ী এবং কম বাজেটে সমাধান কি হতে পারে??

হ্যা! জিও টেক্সটাইল নামক একধরনের টেকনিক্যাল টেক্সটাইল এর স্থায়ী সমাধান হতে পারে যেটাকে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ( SDG) বলতে পারি।

চলুন এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু জেনে নেওয়া যাক-

জিও টেক্সটাইল (GeoTex) একটি ভেদ্য সিনথেটিক টেক্সটাইল যা polyester / polypropylene polymer দিয়ে তৈরি।
প্রাচীনকালে Egyptian রা পিরামিড এর foundation দিতে use করত। অবশ্যই এখন তা বহুল পরিমাণে প্রচলিত।

picture

Application Areas : রাস্তা, রেলপথ, বন্দর, কৃষি খামারের (চারা উৎপাদন), ড্রেনেজ ব্যবস্থা , নরম জমিতে বাধ ইত্যাদি।

Functions:
1. Filtration : মাটির লেয়ার গুলোকে আলাদা করে এবং শক্তিশালী করে তুলে।
2.Drainage: ঘন নন ওভেন জিও টেক্সটাইলে (Non- woven) পানির প্রবাহের পর্যাপ্ত সুযোগ থাকে।
3. Filtration : মাটির ভারসাম্য বজায় রাখে যাতে তরল প্রবাহ বজায় থাকে।
4. Reinforcement : মাটিকে শক্তিশালী করে তুলে।

Types: সাধারণত দুইধরনের জিও টেক্সটাইল ব্যবহার করা হয়ে থাকে।
১. ওভেন জিও টেক্সটাইল (Woven): এটি monofilament & multifilament দিয়ে তৈরি। অনেক ভার বহন করতে সক্ষম এবং Tensile strength তুলনামূল বেশি থাকে।
মাটিকে শক্তিশালী করতে নরম জমিতে ব্যবহার করা হয়। রাস্তার মোড়েও ব্যবহার করা হয়।
২.নন ওভেন জিও টেক্সটাইল ( Non Woven) : এটি প্রধানত chemical & thermal bonding এর মাধ্যমে তৈরি করা হয় তবে Tensile strength তুলনামূল কম থাকে।
এটি Filtration & Drainage এর কাজে ব্যবহার করা হয়।

প্রাকৃতিক জিও টেক্সটাইল (Natural GeoTex):
প্রাকৃতিক জিও টেক্সটাইলে পাটের তৈরি জিও টেক্সটাইলই বেশি সমাদৃত তার তুলনামূলক বৈশিষ্ট্যের জন্য।। নদীর বাধ ও পাহাড়ের ধস রোধে ব্যবহার করা হয়।
এটি সিনথেটি জিও টেক্সটাইল এর চেয়ে সাশ্রয়ী।

জিও টেক্সটাইল ফ্যাক্টরী:
বাংলাদেশে কয়েকটা ফ্যাক্টরীতে এটি উৎপাদন করা হয় তন্মধ্যে-
1. Udara Lanka Coir Exp. (pvt.) Ltd.
2. Janata Jute Mills Ltd.
3. B.J. Geo-Textile.Ltd.

বন্যা কবলিত যায়গায় ২/৩ ফুট মাটি গভীর করে কেটে কয়েকটা জিও টেক্সটাইল শিট বিছিয়ে গেঁথে নিয়ে এর উপর সিমেন্ট ও ইট ভাংগা এর mixer দিয়ে Compact করে দিলে ভেঙে পড়বে না সহজে।
তাই বাংলাদেশে বন্যার ফলে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়াসহ যেসব এলাকা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জিও টেক্সটাইল হতে পারে এর অন্যতম সমাধান।

এটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রাস্তার পাশে ব্যবহার করা হয়েছে এবং কক্সবাজারের প্রস্তাবিত নতুন বিমান বন্দরেও এটি ব্যবহার করা হবে।

তাই আমাদের দেশের বন্যা এর ক্ষয় ক্ষতি রোধে পাট এর তৈরি জিও টেক্সটাইল ব্যবহার আরো বৃদ্ধি করা যেতে পারে এটার সহজলভ্য ও সাশ্রয়ীর জন্য।

© GTextus Hub

Rezwan Hossain (Nabil)
Department of Textile Engineering, 13th Batch
Mawlana Bhashani science and Technology University.

No comments

Powered by Blogger.