Anti-microbial Fabric- Natural Source Treatment.

A part of Functional Textiles.

ফ্যাব্রিকের বড় সারফেস এরিয়া আর আর্দ্রতার প্রতি দুর্বলতার কারণে টেক্সটাইল ম্যাটারিয়াল গুলো অনুজীব দ্বারা বেশি আক্রান্ত হয় বিশেষত ব্যাকটেরিয়া এবং ফাংজাই।

এসবের কারনে কাপড়ের গুণাগুণ নষ্ট (দ্রুত কাপড় ছিড়ে যাওয়া,কালার ফেইডনেস) করার সাথে স্বাস্থ্যঝুঁকি তো আছেই।

মেডিকেলে ব্যবহৃত ফ্যাব্রিকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসাবে কাজ করে।

এসব কারনেই মূলত ফ্যাব্রিক এর সারফেসে এন্টি মাইক্রোবিয়াল ট্রিটমেন্ট করা হয়।
Value-added টেক্সটাইল ম্যাটেরিয়াল তৈরিতে এই ট্রিটমেন্ট এখন নিয়মিত ই বলা যায়।

দীর্ঘদিন সিনথ্যাটিক সোর্স (ManMade) থেকে আসা নানা অজৈব লবণ,ফেনল,নাইট্রো যৌগ ইত্যাদি কেমিক্যাল ব্যবহার করা হলেও পরিবেশে বিরুপ প্রভাবের সাথে সাথে এসবের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু রয়েছে।

তাই ন্যাচারাল সোর্স টা হতে যাচ্ছে এটার একটা সাসটেইনেবল সলিউশন।


এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ন্যাচারাল সোর্স এর ব্যবহার কিন্তু মোটেও নতুন না।ফিরে যেতে হবে সেই মিশরীয়দের সময়ে।
মমী সংরক্ষণের জন্য তারা ব্যবহার করত নানারকম মসলা আর ঔষধি গুণসমৃদ্ধ লতাপাতা।

চাইনিজরা সংরক্ষণের কাজে ব্যবহার করত বাঁশ।বাঁশেও এক প্রকার এন্টিমাইক্রোবিয়াল পদার্থ থাকে যেটি 'Bamboo Kun' নামে পরিচিত।

ন্যাচারাল এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট এর কথা বলতে গেলে সবার আগেই আসবে হলুদের নাম।
হলুদ অনেক ভালো এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে কাজ করে।
হলুদের তেল অন্যান্য উপাদানের জীবাণু ধ্বংসকারী ক্ষমতার জন্য সাধারণ ব্যবহার্যে হলুদ ভালোই প্রসিদ্ধ।

ন্যাচারাল এজেন্ট হিসাবে 'Chitosan' এর ব্যবহারও বেশ প্রসিদ্ধ।
পলিস্যাকারাইড গোত্রের এই সদস্যের অ্যামাইনো গ্রুপের এন্টিমাইক্রোবিয়াল প্রপার্টির সাথে এর অন্যতম গুন ইচ্চেমত মোডিফিকেশন করা যায়।
যুক্তরাষ্ট্রের 'Food and Drug Administration' ইতোমধ্যেই 'Chitosan' কে ফুড এডিটিভ হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় এ দুটোর সফলতাই কার্যকর ভাবেই প্রমাণিত।

হলুদ এবং Chitosan এর মত ন্যাচারাল এজেন্ট এর ব্যবহার একদিকে যেমন কাপড়ের সার্বিক গুণাগুণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে৷ অন্যদিকে পরিবেশ ঝুঁকি কমিয়ে মেডিকেল টেক্সটাইল ম্যাটেরিয়ালের মত স্পর্শকাতর টেক্সটাইল ম্যাটেরিয়াল কে রাখবে নিরাপদ।

তাই ন্যাচারাল সোর্স ট্রিটমেন্ট হতে পারে এটার একটা সাসটেইনেবল সলিউশন।

রেফারেন্সঃ
১. textileworld
২ .textilelearner

Shadman Nawaz
Department of Textile Engineering Management, 44th Batch
Bangladesh University of Textiles (BUTEX).

No comments

Powered by Blogger.