জিটেক্সটাস হাবের টীম ইন্ট্রোডাকশন-২০২০
গত ২৮শে অগস্ট ২০২০ , রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় জিটেক্সটাসহাব প্রেজেন্টস টীম ইন্ট্রোডাকশন-২০২০ প্রোগ্রামটি।
দেশে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উক্ত অনুষ্ঠানতি অনলাইনভিত্তিক এপ ,” গুগল মীট “ এর মাধ্যেমে সঞ্চালিত হয়।
অনলাইনভিত্তিক উক্ত মহতী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন -
ফাহাদ মাহমুদ- লেকচারার , শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
প্রীতম নাথ- সেলস এক্সিকিউটিভ,সুইস কালারস বাংলাদেশ।
সাজিদ এলাহী- লেকচারার , ডিপার্টমেন্ট অব এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং , বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস।
অনলাইনভিত্তিক প্রোগ্রাম হলেও প্রোগ্রামের সঞ্চালক , মোহাম্মদ ইসহাক (চীফ অব কন্টেন্ট রাইটার) সময়ের প্রতি যথেষ্ট সচেষ্ট থাকার চেষ্টা করেছেন।
অনুষ্ঠানের সূচনালগ্ন হয় সঞ্চালকের প্রারম্ভিক বক্তব্য দিয়ে।
বক্তব্যের শুরুতে তিনি অনুষ্টানের অথিতিদের স্বাগত জানান,এরপর উপস্থিত সবাইকে আহ্বান জানান যেন সকলে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে একটি সাফল্যমন্ডিত অনুষ্টানে পরিণত করে।পরবর্তীতে একটি প্রমো ভিডিও’র মাধ্যমে অনুষ্ঠানকে বেশ আনন্দঘন করে তোলা হয়।
অনুষ্টানের সঞ্চালক প্রমো ভিডিও শেষ হওয়ার সাথে সাথে জিটেক্সটাসহাবের সূচনার কারণ,লক্ষ্য ,উদ্দ্যশ্য সহ তাদের সাম্প্রতিক কার্যক্রম সকলের নিকট তুলে ধরেন ।
এরপর আসে টীম ইন্ট্রোডাকশন তথা পরিচয়পর্বের পালা।
এই পর্বে মোহাম্মদ রেদোয়ান উল্ল্যা ( কোঅর্ডিনেটর অব কন্টেন্ট রাইটার) নিজের পরিচয় দিয়ে শুরু করে জীটেক্সটাসহাবের সকল টীমের সদস্য রা একে একে নিজেদের পরিচয় প্রদান করেন।
যেখানে তাদের টীমে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন।
পরিচয়পর্ব শেষে আমন্ত্রিত অথিতিরা তাঁদের গুরুত্বপূর্ন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন।
করোনার পরবর্তী সময়ে আরএমজি সেক্টরের মার্কেট নিয়েও খানিকটা আলোচনা হয়।
![]() |
| টীম জিটেক্সটাস হাব অতিথিদের সাথে। |
তদুপরি ,তাঁরা জিটেক্সটাসহাব তথা টেক্সটাইল বেইসড এমন সৃজনশীল উদ্যেগের প্রশংসা করেন। তাঁরা প্রত্যেকেই জিটেক্সটাসহাবের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষের দিকে টীম মেম্বারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অথিতিরা ।
পরিশেষে , উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সঞ্চালক উক্ত প্রোগ্রামের ইতি টানেন।
মিলন বণিক
ডিপার্টমেন্ট অব এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ৪৫তম ব্যাচ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।



This comment has been removed by the author.
ReplyDeleteInshallah GTextusHub will be go ahead.
ReplyDelete